এককালীন ব্যবহৃত প্লাস্টিক বন্ধে উদাসীন প্রশাসন

আগরতলা, ৯ জুলাই : এককালীন ব্যবহৃত প্লাস্টিকের উপর সারা ভারতবর্ষে নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্রীয় সরকার। কিন্তু রাজ্যে দু একটি কর্মশালা বাদে এখনো সে অর্থে কোনোরকম প্রশাসনের পদক্ষেপ লক্ষ্য করা যায়নি। রাজ্যের বাজার গুলিতে স্বাভাবিকভাবে চলছে প্লাস্টিকের ব্যবহার। ক্রেতা থেকে বিক্রেতা প্রত্যেকেই স্বাভাবিক ছন্দেই ব্যবহার করছেন প্লাস্টিক। একপ্রকার কেন্দ্রীয় সরকারের নির্দেশকে বৃদ্ধাঙ্গুষ্ট দেখিয়ে চলছে প্লাস্টিকের ব্যবহার। এদিকে প্রশাসনিক ক্ষেত্রেও তেমন তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে না প্লাস্টিকের ব্যবহার বন্ধের ক্ষেত্রে।

এদিকে রাজধানীর বিভিন্ন বাজার গুলির ব্যবসায়ীদের সঙ্গে কথা বললে তারা জানান, প্লাস্টিকের ব্যবহার যদি বন্ধ হয় তাহলে তাদেরই লাভ। প্রতি কেজি গড়ে ২০০ টাকা কেজি দরে প্লাস্টিক কিনে তাদেরকে বিক্রি করতে হয়। ফলে তাদেরই লোকসান হচ্ছে। তাই প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে প্লাস্টিকের উৎপাদন বন্ধ করে দেওয়া প্রয়োজন বলে দাবি একাংশ ব্যবসায়ীর। অবশ্য, প্লাস্টিক ব্যবহারে কেন্দ্রীয় সরকার যে কঠোর মনোভাব পোষণ করেছেন সে ক্ষেত্রে রাজ্যের প্রশাসনিক কর্তা ব্যক্তিদের তেমন কোন তৎপরতা লক্ষ্য করা যায়নি কোথাও। এভাবেই যদি চলতে থাকে তাহলে প্লাস্টিক ব্যবহারের উপর নিষেধাজ্ঞা রাজ্যে কতটুকু কার্যকর হবে সেটাই প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। নাকি প্রশাসনিক নিষেধাজ্ঞাকে কলাপাতা বানিয়ে এভাবেই চলতে থাকবে প্লাস্টিকের ব্যবহার এবং পরিবেশ দূষণ। দেখার প্রশাসন কতটুকু কঠোর মনোভাব দেখায় প্লাস্টিক বন্ধে।