শিলিগুড়ি, ৮ জুলাই (হি. স.) : রাস্তায় উনুন জ্বালিয়ে রান্না করে পেট্রোপণ্যের মূল্যবৃ্দ্ধির প্রতিবাদ জানাল তৃণমূল কংগ্রেস।শুক্রবারের বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য , দার্জিলিং জেলা তৃণমূলের সভানেত্রী পাপিয়া ঘোষ, জ্যোতি তিরকি সহ অন্যান্য কর্মী সমর্থকরা। রাস্তাতেই উনুন জ্বালিয়ে ডাল এবং ভাত রান্না করে মধ্যবিত্ত করুণ দশা তুলে ধরা হয় এদিনের বিক্ষোভে।
এদিন চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘পেট্রোল-ডিজেল সহ রান্নার গ্যাসের দাম মধ্যবিত্তের নাগালে বাইরে চলে যাচ্ছে। তাই ভবিষ্যৎ প্রজন্মকে রান্নার গ্যাস আর ব্যবহার করতে হবে না বরং উনুন দিয়েই কাজ চালাতে হবে। তাই আমরা কীভাবে মহিলারা উনুনে রাঁধবেন তাঁরই প্রশিক্ষণ এই বিক্ষোভ কর্মসূচিতে দিচ্ছি।’ এদিন কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করে একাধিক প্রশ্নও ছুঁড়ে দেন চন্দ্রিমা ভট্টাচার্য।