নয়াদিল্লি, ৮ জুলাই ( হি.স.) : একটি বেসরকারি সংবাদ চ্যানেলের উপস্থাপক রোহিত রঞ্জনের আবেদনের ওপর আজ শুক্রবার শুনানি করবে সুপ্রিম কোর্ট। ছত্তিশগড় পুলিশের হাতে গ্রেফতার এড়াতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন রোহিত। বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটি অবকাশকালীন বেঞ্চ এই বিষয়ে শুনানি করবে।
প্রসঙ্গত, রোহিত রঞ্জনের শোতে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর একটি বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছিল। এরপরই রাজনৈতিক মহলে সমালোচনার মুখে পড়েন রাহুল গান্ধী। রোহিত তখন তাঁর শোতে রাহুলের বক্তব্য ভুল উদ্ধৃত করার জন্য ক্ষমা চেয়েছিলেন। এই ঘটনায় নয়ডা এবং রায়পুর সহ অন্যান্য জায়গায় রোহিতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। সম্প্রতি গাজিয়াবাদে রোহিত রঞ্জনের বাড়িতে যায় ছত্তিশগড় পুলিশ। এদিকে নয়ডা পুলিশ তাঁকে গ্রেফতারের পর ছেড়ে দিয়েছে।