আগরতলা, ৮ জুলাই : সাত সকালেই বিষাদের ছায়া নেমে এলো ধর্মনগর শহরে। বাইক নিয়ে কম্পিউটার ক্লাস করার জন্য যাওয়ার পথে দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে এক ছাত্রের এবং গুরুতরভাবে আহত হয়েছে অপর ছাত্র।
ঘটনা শুক্রবার সকাল ৬টায় নয়াপাড়ায় ব্যাংক অফ ইন্ডিয়া সংলগ্ন রাস্তায়। ঘটনার বিবরণে জানা যায়, কদমতলা থানা এলাকার ইছাইলাল ছড়া গ্রাম থেকে দুই স্কুল পড়ুয়া যুবক সৌরভ নাথ ও মলয় নাথ টিআর০৫বি৬১০০ নম্বরের বাইকে করে ধর্মনগর শহরে কম্পিউটার ক্লাস করার জন্য আসে। জানা যায়, নয়াপাড়া এলাকায় আসতেই তারা দুর্ঘটনাগ্রস্ত হয়। তবে কি ভাবে এই দুর্ঘটনা ঘটে তা বলতে পারছেনা পুলিশ।
এই দুর্ঘটনার পর ধর্মনগর দমকল বাহিনীর সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় দুই যুবককে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সৌরভ নাথকে মৃত বলে ঘোষণা করেন এবং অপর যুবক মলয় নাথ আশংকা জনক অবস্থায় হাসপাতালে ভর্তি রাখেন। মলয়ের অবস্থা বেগতিক দেখে কর্তব্যরত চিকিৎসকরা তাকে বহিঃর রাজ্যে রেফার করেন।এদিকে এই ঘটনায় ধর্মনগর থানার অফিসার ইনচার্জ শিবু রঞ্জন দে জানিয়েছেন, আজ সকালে ধর্মনগরে একটি বাইক দুর্ঘটনা ঘটে। এতে বাইক চালক সৌরভ নাথের মৃত্যু হয় এবং অপর এক যুবক মলয় নাথ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এই দুর্ঘটনার আসল কারণ এখনো জানা যায় নি। তবে পুলিশ তদন্ত শুরু করেছে। সৌরভ নাথের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।