নয়াদিল্লি, ৮ জুলাই (হি.স.): জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ‘বন্ধু’ শিনজোর সুস্থতা কামনা করেছেন মোদী। জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রীর সুস্থতা কামনা করেছেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংও। শুক্রবার সকালে অতর্কিতে হামলায় গুলিবিদ্ধ হয়েছেন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন সে দেশের বর্তমান প্রধানমন্ত্রী ফুমিয়ো কিশিদা।
শিনজোর ওপর হামলার ব্যথিত মোদী টুইট করে জানিয়েছেন, “আমার প্রিয় বন্ধু শিনজো আবের ওপর হামলায় গভীরভাবে ব্যথিত। তাঁর সুস্থতার জন্য প্রার্থনা করছি।” ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এক বার্তায় জানিয়েছেন, “আমার বন্ধু প্রাক্তন প্রধানমন্ত্রী আবের উপর হামলায় গভীরভাবে মর্মাহত। তাঁর সুস্থতার জন্য প্রার্থনা করছি।” উদ্বেগ প্রকাশ করেছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনও। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, “জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের ওপর হিংসাত্মক হামলার কথা শুনে আমরা মর্মাহত ও দুঃখিত।”