কলকাতা, ৭ জুলাই ( হি.স.) : বুধবার সকালে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া সাংসদ অর্জুন সিংয়ের জেডপ্লাস নিরাপত্তা প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছেন স্বয়ং অর্জুন সিং। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই হাইকোর্টে আবেদন জানিয়েছেন সাংসদ। শম্পা ভট্টাচার্যের এজলাসে খারিজ হয়ে যাওয়ার পর বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের এজলাসে আবেদন করলেন অর্জুন সিং-এর। জেডপ্লাস নিরাপত্তা মামলার আবেদন গ্রহণ করলেন বিচারপতি। অর্জুনের আইনজীবী সপ্তাংসু বাসুর দাবি, কোনও নোটিস ছাড়া অর্জুন সিং-এর নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে। আগামীকাল এই মামলার শুনানির সম্ভাবনা।
প্রসঙ্গত, বিজেপি’র সাংসদ হওয়ার পরেই ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পেতেন অর্জুন সিং। কিন্তু ২০২১ সালের শেষের দিকে নিরাপত্তা বাড়ানো হয়। জেড ক্যাটেগরিতে নিয়ে আসা হয় অর্জুনকে। একাধিক কমান্ডো তাঁকে সব সময়ে ঘিরে রাখত। কিন্তু এই মুহূর্তে তৃণমূলে যোগ দিয়েছেন সাংসদ। যদিও তার পরেও সাংসদকে সব সময়ই ঘিরে রেখেছিল কেন্দ্রের বাহিনী। আর এই বাহিনী থাকা নিয়ে একটা জল্পনা তৈরি হয় রাজনৈতিক মহলে। এতদিন অর্জুনের নিরাপত্তা প্রত্যাহার করছে না কেন্দ্র। বাড়ি এবং তাঁর নিরাপত্তায় জেড ক্যাটেগরির নিরাপত্তাই বহাল রেখেছিল কেন্দ্র। অবশেষে বুধবার জেড নিরাপত্তা তুলে নেওয়া হয়।