Youth Congress:বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান সহ নয় দফা দাবীতে যুব কংগ্রেসের তিন দিনের গণবস্থান ১৮ই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জুলাই৷৷ বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থান সহ ৯দফা গুরুত্বপূর্ণ দাবিতে আগামী ১৮, ১৯, ২০ জুলাই তিন দিনব্যাপী আগরতলা কংগ্রেস ভবনের সামনে প্রদেশ যুব কংগ্রেসের তরফে গণ অবস্থান আন্দোলনের ডাক দেওয়া হয়েছে৷ বিজেপির নেতৃত্বাধীন সরকার রাজ্যের বেকার যুবক যুবতীদের সঙ্গে চরম প্রতারণা করে চলেছে বলে অভিযোগ করেছে প্রদেশ যুব কংগ্রেস৷ এসব বিষয় নিয়ে বুধবার কংগ্রেসভবনে আয়োজিত যুব কংগ্রেসের রাজ্য কমিটির বৈঠকে বিস্তারিত আলোচনা হয়৷ বৈঠক শেষে কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি রাখু দাস আন্দোলন কর্মসূচি ঘোষণা করেন৷ 

তিনি অভিযোগ করেন বর্তমান সরকারের আমলে বেকারদের সমস্যা সমাধানে প্রয়োজনীয় কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি৷ বামফ্রন্টের দীর্ঘ ২৫ বছরের অপশাসন থেকে রাজ্য ও রাজ্যবাসীকে উত্তরণের প্রত্যাশা নিয়ে বিজেপির প্রতিশ্রুতি ও আশ্বাসে অন্ধ হয়ে রাজ্যের বেকার যুবক যুবতীরা চলো পাল্টাই স্লোগানে শামিল হয়েছিলেন৷ রাজ্যে সরকার পরিবর্তনে বেকার যুবক যুবতীরা বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন৷ অথচ বিজেপির নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর এসব বেকার যুবক-যুবতীদের সঙ্গে প্রতারণা করেছে৷ গত সাড়ে চার বছরে সরকার বেকারদের জন্য কোন চিন্তা ভাবনাই করেনি৷ বেকারদের অধিকার কেড়ে নেওয়া হয়েছে৷ রাজ্যের বেকাররা হতাশায় ভুগছেন৷ হতাশাগ্রস্ত বেকাররা বিজেপি সরকারকে যোগ্য জবাব দিতে প্রস্তুত৷ বেকার যুবক যুবতীরা প্রদেশ যুব কংগ্রেসের পতাকা তলে শামিল হয়ে বিজেপির নেতৃত্বে সরকারকে যোগ্য জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন৷ 

যুব কংগ্রেস সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে রাজ্যের বেকার যুবক যুবতীদের স্বার্থসংশ্লিষ্ট নয় দফা দাবি ভিত্তিতে আগামী ১৮ জুলাই থেকে তিন দিনের কোন অবস্থান আন্দোলনের ডাক দিয়েছে৷ আগরতলায় কংগ্রেস ভবনের সামনে এই তিন দিনের কোন অবস্থান আন্দোলন সংঘটিত করা হবে৷ প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি রাখু দাস দাবিগুলি উল্লেখ করতে গিয়ে বলেন অবিলম্বে সরকার এসব দাবি পূরণ না করলে তারা আরও বৃহত্তর আন্দোলনে শামিল হতে প্রস্তুত৷ প্রদেশ যুব কংগ্রেস উত্থাপিত দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হল, টেট উত্তীর্ণ সমস্ত বেকারদের একসঙ্গে নিয়োগের ব্যবস্থা করতে হবে, ত্রিপুরা স্টেট রাইফেলস বাহিনীতে নিয়োগের দুর্নীতির উচ্চ পর্যায়ের তদন্তের জন্য একজন বিচারপতিকে দিয়ে তদন্ত করতে হবে, অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করতে হবে, রাজ্যকে নেশা মুক্ত করতে এনডিপিএস এর ধারাকে আরো কঠোর করতে হবে, আউটসোর্সিং প্রথায় নিয়োগ বন্ধ করে সরকারকে সরাসরি নিয়োগের উদ্যোগ দিতে হবে, যুব কংগ্রেসের কর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করে নিতে হবে এবং নির্বাচনী সন্ত্রাসে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে সরকারের তরফ থেকে পর্যাপ্ত পরিমাণে আর্থিক সাহায্য প্রদান করতে হবে৷ প্রদেশ যুব কংগ্রেস নয় দফা দাবির ভিত্তিতে আগরতলা কংগ্রেস ভবনের সামনে তিন দিনব্যাপী যে গণ অবস্থান আন্দোলনের ডাক দিয়েছে সেই আন্দোলনে বেকার যুবক যুবতীদের ব্যাপক সংখ্যায় অংশগ্রহণ করার জন্য প্রদেশ যুব কংগ্রেসের রাজ্য সভাপতি রাখু দাস আহবান জানিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *