জম্মু, ৬ জুলাই (হি.স.): আবহাওয়ার অনেকটাই উন্নতি হয়েছে, তাই পহেলগাম ও বালতাল থেকে বুধবার শুরু হয়েছে অমরনাথ যাত্রা। প্রতিকূল আবহাওয়ার জন্য মঙ্গলবার বন্ধ ছিল বার্ষিক অমরনাথ যাত্রা। চন্দনওয়ারি অথবা বালতাল রুট থেকে তীর্থযাত্রীদের এগোতে দেওয়া হয়নি। এমনকি তীর্থযাত্রীদের জম্মু থেকে কাশ্মীরের দিকেও যেতে হয়নি। এক আধিকারিক এই প্রসঙ্গে জানান, খারাপ আবহাওয়ার কারণেই তীর্থযাত্রীদের এগোতে দেওয়া হয়নি। তীর্থযাত্রীদের সুরক্ষার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। আবহাওয়ার উন্নতি হওয়ার পরই পহেলগাম ও বালতাল থেকে বুধবার শুরু হয়েছে অমরনাথ যাত্রা।
প্রসঙ্গত, গত ৩০ জুন থেকে এ বছর অমরনাথ যাত্রা শুরু হয়েছে। ইতিমধ্যেই ৬৫ হাজারেরও বেশি তীর্থযাত্রী দর্শন করেছেন। ৪৩ দিন ব্যাপী অমরনাথ যাত্রা আগামী ১১ আগস্ট শেষ হবে। খারাপ আবহাওয়ার কারণে মঙ্গলবার বন্ধ ছিল অমরনাথ যাত্রা। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, আবহাওয়া উন্নতি হলেই তীর্থযাত্রীদের অনুমতি দেওয়া হবে। সেই মতো আবহাওয়া উন্নতি হতেই বুধবার শুরু হয়েছে অমরনাথ যাত্রা। বিভাগীয় কমিশনার (জম্মু) একটি টুইটে জানান, অমরনাথ যাত্রা পুনরায় শুরু হয়েছে।