আগরতলা, ৬ জুলাই : একদিকে টেট উত্তীর্ণরা নিয়োগের জন্য দাবি জানাচ্ছেন। অন্যদিকে ছাত্রছাত্রীরা শিক্ষকের দাবিতে রাস্তা অবরোধ করছে। কিন্তু শিক্ষা দপ্তর নীরব ভূমিকা পালন করে চলেছে। তাতেই রাজ্যে শিক্ষা ব্যবস্থার করুন দৃশ্য উঠে এসেছে।
সাব্রুমের শ্রীনগর সীমান্তবর্তী এলাকার সমরেন্দ্র উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ১২ দফা দাবি আদায়ের উদ্দেশ্যে বুধবার বিদ্যালয়ের সামনে শ্রীনগর-বিলোনিয়ার সড়ক অবরোধে বসেন। তাদের অভিযোগ, বিদ্যালয়ে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নেই। গত ২ বছর ধরে নেই ইংরেজি বিষয়ের শিক্ষক। এই সমরেন্দ্র উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে বর্তমানে ছাত্র-ছাত্রী রয়েছে প্রায় ২০০ জনের অধিক। এই স্কুলে ক্লাস ওয়ান থেকে টুয়েলভ পর্যন্ত মোট ১২টি ক্লাস চালাতে হয় আটজন শিক্ষক দিয়ে। ফলে বিদ্যালয়ে পঠন-পাঠন চালু রাখতে হিমশিম খেতে হচ্ছে শিক্ষকদের। আর এতে লেখাপড়া অবনতিতে গিয়ে ঠেকেছে ছাত্র-ছাত্রীদের।
রাস্তা অবরোধের খবর পেয়ে সাথে সাথে ছুটে আসেন শ্রীনগর আউটপোস্টের পুলিশ ও পৌয়াংবাড়ী আর.ডি. ব্লকের বিডিও। শেষ পর্যন্ত বিডিওর আশ্বাস পেয়ে প্রায় ২ ঘন্টা পর ছাত্রছাত্রীরা পথ অবরোধ তুলে নিয়েছে।