নয়াদিল্লি, ৬ জুলাই (হি.স.): প্রধানমন্ত্রী ভারতীয় জনঔষধি পরিযোজনায় দেশের নাগরিকদের চিকিৎসার খরচ অনেকাংশেই কমে গিয়েছে বলে দাবি করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডঃ মনসুখ মান্ডভিয়া। তিনি বুধবার এক টুইট বার্তায় জানান, জনঔষধি কেন্দ্রগুলিতে কম দামে উন্নত মানের যে ওষুধপত্র পাওয়া যাচ্ছে, তার ফলে জনগণ অনেক উপকৃত হচ্ছেন।
২০১৯-২০ আর্থিক বছরে যেখানে দেশের মানুষ চিকিৎসার খরচ বাঁচিয়ে, ২ হাজার ৫০০ কোটি টাকা সাশ্রয় করতে পারতেন, ২০২১-২২ আর্থিক বছরে তা বেড়ে হয়েছে, ৫ হাজার ৩৬০ কোটি টাকা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডঃ মনসুখ মান্ডভিয়া এদিন টুইট করে লেখেন, জনঔষধির মাধ্যমে অর্থ সাশ্রয় হচ্ছে জনগণের। জনঔষধি কেন্দ্রে সস্তা ও মানসম্মত ওষুধ পাওয়ায় দেশের মানুষ উপকৃত হচ্ছেন।