এয়ার অ্যাম্বুলেন্সে দিল্লি আনা হবে লালু যাদবকে, চলছে প্রস্তুতি

পটনা, ৬ জুলাই ( হি.স.) : আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদব পটনার পরস হাসপাতালে চিকিৎসাধীন। তিন দিন ধরে আইসিইউতে ভর্তি থাকলেও এখন তাঁকে দিল্লিতে নেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে। লালু প্রসাদের ছেলে তেজস্বী যাদব তাঁকে নিতে পরস হাসপাতালে পৌঁছেছেন। লালু যাদবকে এয়ার অ্যাম্বুলেন্সে করে দিল্লি নিয়ে যাওয়া হবে। এজন্য আজ দিল্লি থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স আসবে এবং লালু যাদব তার পরিবারের সঙ্গে দিল্লি যাবেন।

লালু যাদবের স্বাস্থ্যের উল্লেখযোগ্য উন্নতি না হওয়ায় লালু যাদবকে দিল্লি এইমস-এ নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে লালু যাদবের পরিবার। এয়ার অ্যাম্বুলেন্স শীঘ্রই পটনা বিমানবন্দরে পৌঁছাবে এবং লালু বিকাল সাড়ে ৪ টায় দিল্লির উদ্দেশ্যে রওনা হবেন। তার সঙ্গে থাকবেন স্ত্রী রাবড়ি দেবী, ছেলে তেজস্বী, তেজ প্রতাপ এবং তাদের মেয়ে মিসা ভারতী।
গত রবিবার রাবড়ির বাড়িতে সিঁড়ি থেকে পড়ে গিয়েছিলেন লালুপ্রসাদ। এতে তার ডান কাঁধে ফাটল দেখা দেয়। এছাড়াও কোমরে অনেক চোট ছিল। তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হলেও রবিবার রাতে ব্যথা উপশমের ওষুধ খাওয়ায় তার অস্বস্তি বেড়ে যায়। তাই সোমবার ভোর সাড়ে ৩টায় তাকে পটনার পারস হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে তিনি পারস হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন। তাদের শ্বাস নিতে অসুবিধা হলে অক্সিজেন ইনজেকশনও দিতে হয়।