মহুয়ার বিরুদ্ধে এফআইআর ভোপালে, শিবরাজ বললেন দেব-দেবীর অবমাননা বরদাস্ত নয়

ভোপাল, ৬ জুলাই (হি.স.): দেবী কালীকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য অস্বস্তি ক্রমেই বাড়ছে তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রর। বুধবার মধ্যপ্রদেশের ভোপালে মহুয়া মৈত্রর নামে দায়ের হয়েছে এফআইআর। ধর্মীয় আবেগে আঘাত করার জন্য ভারতীয় দন্ডবিধির ২৯৫এ ধারার অধীনে মামলা নথিভুক্ত করা হয়েছে তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়ার বিরুদ্ধে।

মহুয়ার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানও। শিবরাজ বলেছেন, “মহুয়া মৈত্রের বক্তব্য হিন্দুদের ধর্মীয় আবেগে আঘাত করেছে। হিন্দু দেব-দেবীর অবমাননা কোনও মূল্যে বরদাস্ত করা হবে না।” প্রসঙ্গত, বিতর্কের শুরু ভারতীয় পরিচালক লীনা মানিমেকালাইয়ের একটি তথ্যচিত্রের পোস্টার নিয়ে। সেখানে মা কালী রূপে এক মহিলাকে ধূমপান করতে দেখা গিয়েছে। যা নিয়ে বিতর্ক শুরু হয়। কলকাতার এক অনুষ্ঠানে এই প্রসঙ্গে মহুয়াকে একটি প্রশ্ন করেন সঞ্চালক। যাঁর উত্তরে একটি মন্তব্য করেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ। তার পরেই শুরু হয় রাজনৈতিক বিতর্ক শুরু হয়। সাংসদের মন্তব্য থেকে তাঁর দল দূরত্ব রচনা করেছে। তার পর মহুয়াও তৃণমূলের টুইটার পেজ আনফলো করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *