ধর্মশালা, ৬ জুলাই (হি. স.) : হিমাচল প্রদেশের ধর্মশালায় উদযাপিত হল তিব্বতী ধর্মগুরু দালাই লামার ৮৭ তম জন্মদিন। বুধবার সকালে ধর্মশালার সুগ্লাগখাং-এ প্রধান বৌদ্ধ মন্দিরে কেন্দ্রীয় তিব্বত প্রশাসনের দ্বারা আয়োজিত হয় দলাই লামার জন্মদিন। উদযাপনে অংশ নেন হলিউড অভিনেতা রিচার্ড গেরেও। ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর।
এদিন দলাই লামাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর। ফোন করে দলাই লামাকে জন্মদিনের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। তাঁর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী। হিমাচলের মুখ্যমন্ত্রী এদিন দলাই লামার জন্মদিন উদযাপন অনুষ্ঠানে অংশ নিয়ে বলেছেন, “দলাই লামার সঙ্গে ফোনে কথা বলেছি আমি। তিনি ভীষণ খুশি ছিলেন। আমি যখন তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাই, তখন তিনি আমাকে উচ্ছ্বসিতভাবে বলেছিলেন যে তিনি দেবভূমি হিমাচলে বসবাস করার সুযোগ পেয়েছেন এবং এ জন্য তিনি হিমাচল সরকার এবং কেন্দ্রের প্রতি কৃতজ্ঞ।”