অগ্নিপথ প্রকল্পে বায়ুসেনার রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন, মোট আবেদনকারী ৭,৪৯,৮৯৯

নয়াদিল্লি, ৬ জুলাই (হি.স.): অগ্নিপথ নিয়োগ প্রকল্পে ভারতীয় বায়ুসেনার দ্বারা যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছিল গত ২৪ জুন, তা সম্পন্ন হয়েছে। বুধবার এমনটাই জানিয়েছে ভারতীয় বায়ুসেনা। মোট আবেদনকারীর সংখ্যা ৭,৪৯,৮৯৯, যা কোনও নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে সর্বোচ্চ। ভারতীয় বায়ুসেনার পক্ষ থেকে জানানো হয়েছে, অগ্নিপথ নিয়োগ প্রকল্পে বায়ুসেনার দ্বারা পরিচালিত অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। অতীতে ৬,৩১,৫২৮টি আবেদনের তুলনায়, যা যে কোনও নিয়োগ চক্রে সর্বোচ্চ ছিল, এবার ৭,৪৯,৮৯৯টি আবেদন গৃহীত হয়েছে।

প্রসঙ্গত, অগ্নিপথ নিয়োগ প্রকল্পের অধীনে ভারতীয় বায়ুসেনার প্রথম ব্যাচের অগ্নিবীরদের নিয়োগের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছিল গত ২৪ জুন থেকে। আগ্রহী প্রার্থীরা ভারতীয় বায়ুসেনার সরকারি ওয়েবসাইট agnipathvayu.cdac.in থেকে আবেদন করেছেন। মোট ৭,৪৯,৮৯৯টি আবেদন গৃহীত হয়েছে বলে জানিয়েছে বায়ুসেনা। প্রসঙ্গত, চলতি মাসের ১ তারিখ থেকে সেনাবাহিনী ও নৌবাহিনীর রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *