নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জুলাই৷৷ প্রয়াত হলেন রাজ্যের প্রবীণ নাগরিক রঙ্গ দারোগা৷ কর্মজীবনে একজন পুলিশ কর্মী হিসেবে তিনি ব্যাপক খ্যাতি অর্জন করেছিলেন৷ রঙ্গ মোহন রায় নামে ওই পুলিশ কর্মী রঙ্গ দারোগা হিসেবে সকলের কাছে সমধিক পরিচিত৷ সত্তরের দশকের গোড়ার দিকে রঙ্গ দারোগা আগরতলা শহরের অন্যতম ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন৷ সে সময় আগরতলা শহরের সিনেমা হল গুলিতে প্রচন্ড ভিড় হতো৷
সিনেমার টিকিট কাটার জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে যুবক যুবতীরা রীতিমতো বিবাদে লিপ্ত হতো৷ একমাত্র রঙ্গ দারোগায় ছিলেন যিনি এই ধরনের ঘটনা প্রতিহত করতে অন্যতম ব্যক্তিত্ব৷ রঙ্গ দারোগা সামনে আসলেই সমস্ত মাস্তানরা ঠান্ডা হয়ে যেত৷ আগরতলা শহরে বসবাস করেন এমন কোন মানুষ নেই যারা রঙ্গ দারোগার নাম শুনেননি৷ দীর্ঘ রোগভুগের পর রঙ্গ দারোগা মঙ্গলবার সকালে ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷ মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর৷ রঙ্গ দারোগার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই আগরতলা শহর সহ সর্বত্র গভীর শোকের ছায়া নেমে আসে৷
মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা রঙ্গ দারোগার নিজ বাড়ি বড়দোয়ালিতে গিয়ে তার প্রতি শেষ শ্রদ্ধা জানান৷ রঙ্গ দারোগার প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন রঙ্গ দারোগা ছিলেন আগরতলা শহরের আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে অন্যতম এক ব্যক্তিত্ব৷ তার সঙ্গে আর কারো কোনো তুলনা হয় না বলেও মুখ্যমন্ত্রী উল্লেখ করেন৷ উনার মত একজন ব্যক্তিত্বের প্রয়াণে তিনি গভীর শোক ব্যাক্ত করে পরিবার-পরিজনদের প্রতি গভীর মর্মক বেদনা জ্ঞাপন করেছেন৷