চন্ডীগড়, ৫ জুলাই (হি.স.): পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান আরও পাঁচজন মন্ত্রীকে নিজস্ব মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করেছেন, সম্প্রসারিত করেছেন নিজের মন্ত্রিসভা। সোমবার মন্ত্রিসভা সম্প্রসারণের পর মঙ্গলবার মন্ত্রকের দায়িত্ব দেওয়া হল ৫ জন নতুন মন্ত্রীকে। তথ্য ও জন সংযোগ-সহ কয়েকটি মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন অমন অরোরা। প্রশাসনিক সংস্কার, জমি ও জল সংরক্ষণ মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন ইন্দরবীর সিং নিজ্জার। খাদ্য প্রক্রিয়াকরণ, উদ্যানপালন, প্রতিরক্ষা সার্ভিসেস কল্যাণ মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন ফাউজা সিং সারারি।
এছাড়াও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, মেডিকেল শিক্ষা ও গবেষণা মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন চেতন সিং জৌরমাজরা। পর্যটন, সংস্কৃতি ও শ্রম-সহ কয়েকটি মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন আনমোল গগন মান। সোমবারই মন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন আপ বিধায়ক অমন অরোরা, ইন্দরবীর সিং নিজ্জার, ফাউজা সিং সারারি, চেতন সিং জৌরমাজরা ও আনমোল গগন মান। চন্ডীগড়ের পঞ্জাব রাজভবনের গুরুনানক দেব অডিটোরিয়ামে আয়োজিত হয় শপথগ্রহণ অনুষ্ঠান।