ক্লাব ক্রিকেট শুরুর প্রস্তুতি জোর কদমে উন্নতির লক্ষ্যে স্বাভাবিক ছন্দেই টি.সি.এ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ জুলাই।। ইতিমধ্যেই ক্লাব ক্রিকেট শুরু হতে যাচ্ছে। প্রস্তুতি চলছে জোর কদমে। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের এপেক্স কাউন্সিলের সিদ্ধান্ত অনুসারে আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকে পুরোদমে নতুন উদ্যমে ক্লাব ক্রিকেট চলবে। খুব শীঘ্রই অনুমোদিত প্রতিটি ক্লাবকে নির্দিষ্ট হিসেব অনুযায়ী যথাযথ অনুদান প্রদান করা হবে। পাশাপাশি ক্রিকেটাররাও পেয়ে যাবে তাদের ম্যাচ মানির টাকা। আজ, মঙ্গলবার দুপুরে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের কনফারেন্স হলে টি.সি.এ আহূত সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানান সংস্থার জয়েন্ট সেক্রেটারি তথা সেক্রেটারি ইনচার্জ কিশোর কুমার দাস। সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে নবনির্বাচিত সভাপতি তপন লোধ, সহ-সভাপতি জয়লাল দাস,  কোষাধ্যক্ষ তাপস ঘোষ প্রমূখ উপস্থিত ছিলেন। শুরুতে নবনির্বাচিত সভাপতি শ্রীলোধ শুভেচ্ছা বিনিময় করে, সম্পূর্ণ নিয়ম নীতি মেনে সাম্প্রতিককালের টি.সি.এ চলছে বলে তিনি ব্যক্ত করেন। এদিকে, গত ২৫ জুন এপেক্স কাউন্সিলের বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ক্রিকেট মাঠে প্রয়াত কার্তিক সাহার পরিবারকে এককালীন ৩ লক্ষ টাকা অনুদান প্রদান করা হবে বলে স্থির হয়। এছাড়া, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত টিসিএ-র গভর্নিং বডির সদস্য রাজেশ দেববর্মা ও তারকেশ্বর দামের জন্য টিসিএ থেকে যথাক্রমে ২ লক্ষ ও ১ লক্ষ টাকা অনুদান মঞ্জুর করা হয়। এদিকে, রাজ্যের মহিলা ক্রিকেটারদের জন্য  প্রধান কোচ হিসেবে শ্রাবণী দেবনাথকে দায়িত্ব দেওয়া হয়েছে। ইতিমধ্যে দুজন পুরুষ এবং দুজন মহিলা ফিজিওথেরাপিস্ট, একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, একজন একাউন্টেন্ট পদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া, জয়ন্ত দে-কে চেয়ারম্যান, উত্তম চৌধুরী-কে কনভেনার, সত্যেন্দ্র নাথ, বাবলু দত্ত, সুব্রত দে ও রাজেশ দেববর্মাকে সদস্য করে অ্যাডভাইজারি টুর্নামেন্ট কমিটি; বাবুল দত্ত-কে চেয়ারম্যান, নাজমুল হোসেন-কে কনভেনার এবং বাসুদেব চক্রবর্তী, সুমন্ত দেবরায় ও শুভম রায়-কে সদস্য করে অ্যাডভাইজারই পারচেজ কমিটির পাশাপাশি জয়লাল দাস-কে চেয়ারম্যান, তাপস ঘোষ-কে কনভেনার এবং নবাদল বণিক ও আশিস ভট্টাচার্যকে সদস্য করে অ্যাডভাইজার ফিনান্স কমিটি পুনর্গঠন করা হয়েছে। আগামী দিনে রাজ্য রঞ্জিত দলে সিবিএ থেকে ঋদ্ধিমান সাহাকে আনার কথাবার্তা অনেকটা পাকা হয়েছে। ৮ জুলাই ঋদ্ধিমান আগরতলায় এসে টিসিএ-র সঙ্গে এ বিষয়ে মৌ-এ স্বাক্ষর করবে বলে জানানো হয়েছে। এছাড়াও আন্তর্জাতিক মানের তিনজন মহিলা ক্রিকেটারকে রাজ্য মহিলা দলের হয়ে খেলানোর চেষ্টা করা হচ্ছে। টিসিএ-কে যথাযথ নিয়মে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাংবাদিক সম্মেলন থেকে কর্মকর্তাবৃন্দ সংশ্লিষ্ট ক্রীড়া মহলের সহযোগিতাও চেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *