শিকাগো, ৫ জুলাই (হি.স.): আততায়ী হামলায় ফের রক্তাক্ত আমেরিকা, এবার শিকাগোর শহরতলিতে স্বাধীনতার দিবসের অনুষ্ঠানে বন্দুকবাজের হামলা। আততায়ীর গুলিতে প্রাণ হারিয়েছেন ৬ জন। পুলিশ সূত্রে খবর, গুলি চালনার ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। ২২ বছরের ওই বন্দুকবাজকে পুলিশ গ্রেফতার করেছে। শিকাগোর পুুলিশ সূত্রে খবর, শিকাগো শহরতলিতে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজের সময় ছাদের ওপরে থাকা একজন বন্দুকধারী গুলি চালায়, কমপক্ষে ৬ জনের মৃত্যু হয়েছে ও কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।
গুলির শব্দ শুনে প্যারেডে অংশ নেওয়া শতাধিক মানুষ ভয়ে পালিয়ে যান। প্রায় আট ঘণ্টা ধরে শিকাগোর বিভিন্ন জায়গায় গুলি চালায় ওই আততায়ী। ওই বন্দুকবাজের হামলায় শিকাগোর ইলিনয়ের সাউথ ওয়েন্টওয়ার্থ অ্যাভিনিউয়ে ২৪ বছর বয়সি এক তরুণীর মৃত্যু হয়েছে। গ্র্যান্ড ক্রসিংয়ের কাছেও তিন জনের মৃত্যু হয়েছে বন্দুকবাজের গুলিতে। গুলি-হামলায় যাঁরা আহত হয়েছেন, তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। প্রসঙ্গত, গত বছরও আমেরিকার স্বাধীনতা দিবসের সপ্তাহে বন্দুকবাজের গুলিতে ১৯ জনের মৃত্যু হয়েছিল। আহত হয়েছিলেন অন্তত ১০০ জন।