পাটনা, ৪ জুলাই (হি.স.): সিঁড়ি থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-এর প্রধান লালু প্রসাদ যাদব। সোমবার সকালে লালুকে পাটনার পরস হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের আইসিইউ-তে চিকিৎসাধীন রয়েছেন তিনি। সংজ্ঞাহীন অবস্থায় এদিন সকালে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল বিহারের প্রাক্তন এই মুখ্যমন্ত্রীকে।
জ্ঞান হারিয়ে রবিবার সিঁড়ি থেকে পড়ে যান লালুপ্রসাদ যাদব। ডান কাঁধের হাড় সামান্য ভেঙে গিয়েছে বলে জানা গিয়েছে। কোমরেও চোট পেয়েছেন তিনি। এরপরই লালুকে সোমবার সকালে পরস হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রের খবর, চিন্তার কোনও কারণ নেই। চিকিৎসকরা জানিয়েছেন, আরজেডি প্রধানের ডান কাঁধের হাড়ে সামান্য চিড় রয়েছে। তাঁকে আপাতত বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে, সিঁড়ি থেকে লালুর পড়ে যাওয়ার খবর শুনে নেতা-কর্মীরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন এবং অনেকে রাবড়ি দেবীর বাড়িতেও পৌঁছে যান।

