গুয়াহাটি, ৪ জুলাই (হি.স.) : বহির্রাজ্যে পাচারের মুখে গুয়াহাটি মহানগরের বশিষ্ঠ পুলিশ বাজেয়াপ্ত করেছে প্রায় ৩০ লক্ষ টাকার গাঁজা। এর সঙ্গে দুই ব্যক্তিকে প্রথমে আটক করা হয়। পরবর্তীতে পুলিশি জেরায় স্বীকারোক্তির ভিত্তিতে দুজনকেই গ্ৰেফতার করেছে বশিষ্ঠ পুলিশ।
বশিষ্ঠ থানার ওসি ডিম্পল গয়ারি জানান, গোপন তথ্যের ভিত্তিতে দলবল নিয়ে নালাপাড়ার একটি গ্যারেজে হানা দিয়ে তাঁরা এএস ০১ বিই ৪৭১৫ নম্বরের একটি মাহিন্দ্ৰ জাইলো গাড়িতে তালাশি চালান। ওই জাইলো থেকে তাঁরা মোট ১১৮ কিলোগ্রাম গাঁজা উদ্ধার করেছেন। ওসি গয়ারি জানান, গাড়িটির চতুর্দিকে ছয়টি চেম্বার বানিয়ে এগুলির ভিতরে ভরতি করা ছিল গাঁজাগুলি। গাঁজাগুলি বাজেয়াপ্ত করে বিশ্ব বানথ এবং বিকাশ জমাতিয়া নামের দুজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। এদের দুজনেরই বাড়ি ত্ৰিপুরায়। ধৃতরা তাদের স্বীকারোক্তিতে নাকি বলেছে, গাঁজাগুলি ত্রিপুরা থেকে সংগ্রহ করে বিহারে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল।