মুম্বই, ৪ জুলাই ( হি. স.) : গুজরাটের পাশাপাশি মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের সম্ভাবনা প্রকাশ করলেন শিবসেনার মুখপাত্র তথা রাজ্যসভার সদস্য সঞ্জয় রাউত। তিনি বলেন, আগামী ছয় মাসের মধ্যে সরকার পতনের সম্ভাবনা তৈরি হয়েছে। সঞ্জয় রাউত বলেন, শরদ পাওয়ার ইতিমধ্যে অনেক গবেষণা করার পরে তার ইঙ্গিত দিয়েছেন।
সোমবার সাংবাদিকদের সঞ্জয় রাউত বলেন, নতুন স্পিকার রাহুল নার্ভেকর, ডেপুটি স্পিকার নরহরি ঝিরওয়ালের সিদ্ধান্তকে উল্টে দিয়ে অজয় চৌধুরীকে শিবসেনা আইনসভা দলের নেতা হিসাবে সরিয়ে দিয়েছেন এবং একনাথ শিন্দেকে নেতা হিসাবে ঘোষণা করেছেন। সঞ্জয় রাউত আরও বলেন, শিবসেনা ইউক্রেন নয়, যে কোনও গোষ্ঠী দখল করার চেষ্টা করছে। দেশের আর্থিক রাজধানী মুম্বই দখল করার জন্যই এসব করা হচ্ছে, কিন্তু তা কখনই সফল হবে না।