আগরতলা, ২ জুলাই : চোরের হাত থেকে রক্ষা পাচ্ছে না মন্দিরের প্রণামী বাক্সও। ২টি প্রণামী বাক্স ভেঙে তার থেকে সমস্ত টাকা নিয়ে যায় চোর। ঘটনা মধ্য ডুকলি ঘোষ পাড়া এলাকায়।
শুক্রবার গভীর রাতের স্থানীয় কালী মায়ের মন্দিরে চোরের দল হানা দেয়। মন্দিরের দুটি প্রণামী বাক্সের তালা ভেঙে সেখানে থাকা প্রণামীগুলি নিয়ে গেছে। শনিবার সকালে এলাকাবাসী দেখতে পান মন্দিরের ২টি প্রণামী বাক্স খালি করে দিয়ে গেছে চোরের দল। এছাড়াও মন্দিরের প্রধান ঘরে প্রবেশ করার চেষ্টা করেছিল বলে জানিয়েছেন এলাকাবাসীরা। কিন্তু ভেতর থেকে তালা থাকায় সেই ঘরগুলিতে প্রবেশ করতে পারেনি চোরের দল।
এদিকে ঘটনা প্রত্যক্ষ করেই তড়িঘড়ি পুলিশকে খবর দেওয়া হলেও তারা সময়মতো ঘটনাস্থলে আসেনি বলে অভিযোগ এলাকাবাসীদের। ঘটনায় এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

