৬ মাসের মধ্যে তৃতীয়বার, হায়দরাবাদ বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন না কেসিআর

হায়দরাবাদ, ২ জুলাই (হি.স.): বিগত ৬ মাসের মধ্যে এই নিয়ে তৃতীয়বার, হায়দরাবাদ বিমানবন্দরে আবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভ্যর্থনা জানাবেন না তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। হায়দরাবাদ বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন তেলেঙ্গানার মাত্র একজন মন্ত্রী। প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর পরিবর্তে বিরোধী জোটের রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত সিনহাকে বিমানবন্দরে স্বাগত জানাবেন কেসিআর।

সূত্রের খবর, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অবতরণের মাত্র কয়েক ঘণ্টা আগেই বেগমপেট বিমানবন্দরে বিরোধী জোটের রাষ্ট্রপতি প্রার্থী যশবন্ত সিনহাকে স্বাগত জানাবেন। শুধুমাত্র একজন টিআরএস মন্ত্রী প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন, যখন মুখ্যমন্ত্রী-সহ সমস্ত মন্ত্রী যশবন্ত সিনহাকে স্বাগত জানাবেন। বিগত ৬ মাসের মধ্যে এই নিয়ে তৃতীয়বার এমনটা করতে চলেছেন কেসিআর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *