চাকুরীর দাবিতে ঘেরাও শিক্ষামন্ত্রী, দুর্গা পূজার আগেই টেট উত্তীর্ণ ৬০০ শিক্ষক নিয়োগের আশ্বাস

আগরতলা, ২ জুলাই (হি. স.) : দুর্গা পূজার আগেই টেট উত্তীর্ণ বেকারদের অধিকাংশের চাকুরীর আশ্বাস দিলেন শিক্ষা মন্ত্রী রতন লাল নাথ। আজ তিনি গণ-বিক্ষোভের মুখে ওই ঘোষণা দিয়ে টেট উত্তীর্ণ বেকারদের শান্ত করেছেন।

আজ সকালে টেট উত্তীর্ণ বেকররা একত্রে চাকুরীর দাবিতে শিক্ষামন্ত্রীর বাসভবন ঘেরাও করেন। তাঁদের বক্তব্য, টেট উত্তীর্ণ হতে প্রচুর অর্থ খরচ এবং পরিশ্রম করতে হয়েছে। অথচ, আজও আমাদের কপালে চাকুরী জুটেনি। তাঁদের অভিযোগ, ত্রিপুরায় বিদ্যালয়গুলিতে শিক্ষক স্বল্পতা রয়েছে, তবুও সরকার নিয়োগ করছে না। তাই, আজ শিক্ষা মন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের মধ্য দিয়ে দাবি আদায়ে নেমেছি আমরা, বলেন টেট উত্তীর্ণ বেকররা।

দীর্ঘক্ষণ ঘেরাও থাকার শিক্ষা মন্ত্রী তাঁদের প্রতিনিধিদের ডেকে আলোচনা করেন এবং আশ্বাস দেন আসন্ন দুর্গা পূজার আগেই ৬০০ শিক্ষক পদে নিয়োগ করা হবে।

এদিন শিক্ষা মন্ত্রী বলেন, ত্রিপুরায় বিদ্যালয়গুলিতে শিক্ষক নিয়োগের প্রয়োজনীয়তা রয়েছে। কিন্তু, একসাথে নিয়োগ বহু-ভারতে কোথাও হয়েছে বলে তিনি মনে করছেন না। তিনি জানান, অর্থ দফতরে ইতিমধ্যেই অনুমোদনের জন্য পাঠানো হয়েছিল। ৬০০ শিক্ষক নিয়োগের অনুমোদন মিলেছে। দুর্গা পূজার আগেই ধাপে ধাপে শিক্ষক নিয়োগ করা হবে।তাঁর বক্তব্য, ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী বর্তমানে রাজ্যের বাইরে রয়েছেন। তিনি ফিরলেই শিক্ষক নিয়োগ নিয়ে আলোচনা হবে। তাঁর অনুমতি ক্রমে শিক্ষক নিয়োগের প্রয়োজনীয় প্রদক্ষেপ গৃহিত হবে। এদিন, শিক্ষা মন্ত্রীর আশ্বাসের ভিত্তিতে টেট উত্তীর্ণ বেকাররা আন্দোলন প্রত্যাহার করেছেন। তবে, আবারও আন্দোলনে সামিল হওয়ার হুশিয়ারি দিয়ে রেখেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *