Chess:ওড়িশায় অনূর্ধ্ব-‌১৭ জাতীয় দাবা জয় দিয়ে শুরু অর্শিয়া, দিগন্ত-‌র

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১ জুলাই।। জয় দিয়ে আসর শুরু করলো দাবাড়ু আর্শিয়া দাস এবং দিগন্ত রায়। ওড়িশায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-‌১৭ জাতীয় দাবা প্রতিযোগিতায়। ওই রাজ্যের কে আই আই টি তে অনুষ্ঠিত আসরের প্রথম রাউন্ডের খেলা হয় শুক্রবার। আসরে বালক ইবভাগে অংশ নেয় ৬৮ জন দাবাড়ু। এর মধ্যে দুজন ফি ডে মাস্টার এবং তিন জন ক্যান্ডিডেট মাস্টার দাবাড়ু রয়েছে। এদিন প্রথম রাউন্ডে রীতিমতো অঘটন ঘটায় দিগন্ত রায়। হারিয়ে দেয় ক্যান্ডিডেট মাস্টার দাবাড়ুকে। নিজের থেকে বেশী রেটিং থাকা দাবাড়ু তামিলনাড়ুর কার্তিক সাইকে (‌২০৭৪) হারিয়ে দেয় দিগন্ত (‌১৪৪৫)‌। আজ গুজরাটের‌ কুশল জৈন (‌১৭৮৭) এর মুখোমুখি হবে দিগন্ত। রাজ্যের অপর দাবাড়ু অনাবিল গোস্বামী (‌১৪১৪) ‌‌হেরে যায় মহারাষ্ট্রের বাগবে গৌরাঙ্গ-‌র (‌১৯৯১) এর বিরুদ্ধে। বালিকা বিভাগে আসরে অংশ নেয় ৫৬ জন দাবাড়ু। এর মধ্যে ১জন আন্তর্জাতিক মাস্টার দাবাড়ু, ১ জন মহিলা ফি ডে মাস্টার এবং ৩ জন মহিলা ক্যান্ডিডেট মাস্টার দাবাড়ু রয়েছে। প্রথম রাউন্ডে রাজ্যের গর্ব দাবাড়ু আর্শিয়া দাস (‌১৫৭৮)‌ অনেকটা সহজেই হারিয়ে দেয় ওড়িশার প্রত্যাশা জেনাকে (‌১২০৯)। আজ সকালে দ্বিতীয় রাউন্ডে গুজরাটের ফলক জানির (‌১৪৭১) বিরুদ্ধে খেলবে বিষ্ময় বালিকা আর্শিয়া। প্রথম রাউন্ড শেষে ত্রিপুরার আর্শিয়া এবং দিগন্ত-‌র পয়েন্ট এক। আজ সকালে দ্বিতীয় এবং বিকেলে তৃতীয় রাউন্ডের খেলা হবে।‌‌ ‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *