World Sports Journalists Day:শনিবার বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস

– সুপ্রভাত দেবনাথ।

২রা জুলাই বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস। প্রায় একশ’ বছর আগে ১৯২৪ সালের ২রা জুলাই ফ্রান্সের প্যারিসে ইন্টারন্যাশনাল স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (এ.আই.পি.এস) আত্মপ্রকাশ ঘটে। বিশ্বের ক্রীড়া সাংবাদিকদের এক সারিতে নিয়ে আসার লক্ষ্যে ১৯৯৫ সাল থেকে ২রা জুলাই এআইপিএস-এর জন্মদিনকে স্মরণ করে ভারতসহ সারা বিশ্বে পালিত হয়ে আসছে বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস। ত্রিপুরায় এস.জে.এফ.আই অর্থাৎ স্পোর্টস জার্নালিস্ট ফেডারেশন অফ ইন্ডিয়ার একমাত্র স্বীকৃত সংস্থা হচ্ছে ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব। এই ক্লাবের সদস্য হিসেবে বিশ্বের সকল ক্রীড়া সাংবাদিক ও লেখকদের মতো আমরাও একটা আলাদা দিন পাই আন্তর্জাতিকভাবে। এবার এই দিনটি হচ্ছে দোসরা জুলাই, শনিবার। ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের পক্ষ থেকে এই বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবসকে সামনে রেখে রাজ্যের সকল ক্রীড়া সাংবাদিক, লেখক, খেলোয়াড়, সংগঠক, পৃষ্ঠপোষক ও ক্রীড়া সংশ্লিষ্টদের শুভেচ্ছা জানানো হচ্ছে। এটা অনস্বীকার্য যে আধুনিক বিশ্বে ক্রীড়া সাংবাদিকতা এখন নতুন মাত্রা পেয়েছে। এক সময় ক্রীড়াঙ্গনের ক্ষেত্র অনেকটা সীমিত থাকায় ক্রীড়া সাংবাদিকতার পরিধিও সীমিত ছিল। এ রাজ্যেও পত্রিকা প্রকাশিত হবার সময় থেকে বিভিন্ন দৈনিক ও সাপ্তাহিকের পাতায় কিছুটা হলেও খেলার খবর প্রকাশ পেত। খেলাধুলার সংবাদের জন্য আলাদা কোন ডেস্ক কিংবা রিপোর্টার ছিল না। তবে খবরের পাশাপাশি আগ্রহীদের দিয়েই এ সংক্রান্ত খবর সংগ্রহ প্রকাশের ব্যবস্থা হতো। কিন্তু এটা ঠিক যে ১৯৮৮ সাল থেকে রাজ্যের বিভিন্ন পত্রপত্রিকায় খেলার খবরকে আলাদা একটা গুরুত্ব দেওয়া শুরু হয়েছে। এবং বছর চারেক পর ১৯৯২ সালে গঠিত ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব সংবাদপত্রের পাতায় ক্রীড়া সাংবাদিকতাকে এক অন্য মাত্রা বয়ে এনেছে। বর্তমানে প্রিন্ট, ইলেকট্রনিক এবং ওয়েব মিডিয়ায় ক্রীড়া সাংবাদিকতাকে যথেষ্ট সমীহ করা হচ্ছে। এমন কি খেলার খবরে পুরো পাতা জুড়ে খেলার খবরে প্রভাতী ও সান্ধ্য পত্রিকাগুলো এখন অনেকটাই সমৃদ্ধ। বিশ্ব ক্রীড়া সাংবাদিকতা দিবসকে সামনে রেখে ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের উদ্যোগে এক আলোচনা চক্রের আয়োজন করা হয়েছে। ওইদিন বিকেল ৪:০০ টায় আগরতলা প্রেসক্লাবের কনফারেন্স হলে “ইতিবাচক ক্রীড়া সাংবাদিকতা” শীর্ষক এই আলোচনা চক্রে ভেটারেন ক্রীড়া সাংবাদিক এবং ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ আলোচনায় অংশ নেবেন। সংশ্লিষ্ট সকলকেই এতে আমন্ত্রণ জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *