মুম্বই, ১ জুলাই (হি. স.) : দ্বিতীয় সমনে সাড়া দিলেন শিবসেনার সাংসদ সঞ্জয় রাউত। পাত্র চউল জমি দুর্নীতি ও অর্থ তছরুপ মামলায় শুক্রবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র দফতরে হাজিরা দিয়েছেন সঞ্জয় রাউত। একইসঙ্গে নিজেকে নির্ভীক মানুষ দাবি করেছেন তিনি। এদিন দুপুরে মুম্বইয়ে অবস্থিত ইডি-র দফতরে হাজিরা দিয়েছেন সঞ্জয় রাউত।
ইডি-র দফতরে ঢোকার প্রাক্কালে রাউত বলেছেন, “আমি একজন নির্ভীক মানুষ। আমি নির্ভীক, কারণ আমি নিজের জীবনে কোনও ভুল করিনি। যদি সবকিছুই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়, তাহলে আমরা পরে জানতে পারব। এই মুহুর্তে, আমি অনুভব করছি যে আমি একটি নিরপেক্ষ সংস্থার কাছে যাচ্ছি এবং আমি তাঁদের সম্পূর্ণ বিশ্বাস করি৷” উল্লেখ্য, পাত্র চউল জমি দুর্নীতি ও অর্থ তছরুপ মামলায় গত ২৮ জুন সঞ্জয় রাউতকে প্রথমবার হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু ওই দিন তিনি ইডি-র দফতরে হাজিরা দেননি। পাঠিয়েছিলেন নিজের আইনজীবীকে। ইডি-র কাছে হাজিরা দেওয়ার জন্য সময় চেয়েছিলেন সঞ্জয় রাউত, সেই আর্জি মঞ্জুরও হয়। বর্ধিত সময় পান তিনি। এরপর তাঁকে দ্বিতীয় সমন পাঠায় ইডি, ১ জুলাই হাজিরার নির্দেশ দেওয়া হয়। সেই মতো শুক্রবার ইডি-র দফতরে হাজিরা দিয়েছেন সঞ্জয় রাউত।