রায়পুর, ১ জুলাই (হি.স.): ছত্তিশগড়ের মাওবাদী অধ্যুষিত সুকমা জেলায় ডিআরজি জওয়ানদের সঙ্গে গুলির লড়াইয়ে নিকেশ হয়েছে কুখ্যাত এক মাওবাদী। নিহত মাওবাদীরা নাম-কমলেশ। মালেঙ্গার এরিয়া কমিটির সদস্য এই মাওবাদীর মাথার দাম ছিল ৫ লক্ষ টাকা। শুক্রবার সুকমা জেলার গাদিরস থানার অন্তর্গত একটি জঙ্গলে মাওবাদীদের সঙ্গে ডিআরজি জওয়ানদের এনকাউন্টার হয়।
বস্তার রেঞ্জের আইজি পি সুন্দররাজ জানিয়েছেন, শুক্রবার সুকমা জেলার গাদিরস থানার অন্তর্গত একটি জঙ্গলে মাওবাদীদের সঙ্গে ডিআরজি জওয়ানদের এনকাউন্টার হয়। সেই এনকাউন্টারে মৃত্যু হয়েছে মালেঙ্গার এরিয়া কমিটির সদস্য কমলেশের। নিহত মাওবাদীর মাথার দাম ছিল ৫ লক্ষ টাকা। এনকাউন্টারস্থলে এখনও অভিযান চলছে বলে জানিয়েছেন আইজি।