নূপুর শর্মাকে কড়া ভাষায় ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১ জুলাই (হি.স.) : বিজেপির বহিষ্কৃত নেত্রী নূপুর শর্মাকে কড়া ভাষায় ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। গোটা দেশের কাছে উনি ক্ষমা চান বলে মন্তব্য শীর্ষ আদালতের।

পয়গম্বর সম্পর্কে বিতর্কিত মন্তব্য করে ইতিমধ্যেই সারা দেশে বিতর্কিত ভূমিকায় পর্যবসিত হয়েছেন বিজেপির জাতীয় মুখপাত্র নূপুর। তাঁর ওই মন্তব্য ঘিরে শুধু দেশে নয়, বিদেশেও মুখ পুড়েছে শাসক দলের। নানা বিশৃঙ্খলা-অশান্তি হয়েছে দেশে। পশ্চিম এশিয়ার ইসলামিক রাষ্ট্রগুলিতেও নূপুরের ওই বিতর্কিত মন্তব্যের প্রভাব পড়েছে ব্যাপকভাবে। একাধিক দেশ ভারতীয় কূটনীতিকদের রীতিমতো তলব করে এই ঘটনার নিন্দা করেছে।

শুক্রবার সুপ্রিম কোর্ট বলেছে, সারা দেশ যে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল, তার জন্য নূপুরই একমাত্র দায়ী। নূপুর তাঁর বিরুদ্ধে করা সমস্ত এফআইআর দিল্লিতে স্থানান্তরের আবেদন জানান সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট ওই আবেদন প্রত্যাহার করে নিতে বলেছে নূপুরকে।

এ দিন বিচারপতি সূর্যকান্ত বলেন, ‘আমরা ওই বিতর্কসভাটি দেখেছি। যে ভাবে তিনি কথাগুলো বলেছেন তা-ও দেখেছি। আপনি নিজে এক জন আইনজীবী হয়ে, এরকম করেছেন যা লজ্জার। আপনার উচিত সারা দেশের কাছে ক্ষমা চাওয়া।’’

নূপুরের আইনজীবী বলেন, নূপুরকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। তা শুনে বিচারপতি বলেন, ‘‘তিনি হুমকির মুখে পড়ছেন, না কি তিনিই নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠেছেন! তিনি দেশে অশান্তির বাতাবরণ তৈরি করেছেন। আজ গোটা দেশে যা চলছে, তার পিছনে দায়ী একা এই মহিলা।’’ সুপ্রিম কোর্ট দিল্লি পুলিশকেও ভর্ৎসনা করেছে।

প্রসঙ্গত, পয়গম্বরকে নিয়ে নুপূর শর্মার মন্তব্যের পর দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ হিংসাত্নক আকার নেয়। মহারাষ্ট্র, বাংলা-সহ একাধিক জায়গায় তাঁর বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর। উদয়পুরে গলা কেটে হত্যার ঘটনাও ঘটেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *