ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১ জুলাই।। বাইখোড়া স্কুল দল আগেই ফাইনালের ছাড়পত্র ছিনিয়ে নিয়েছে। তবুও লিগ ম্যাচে অপরাজেয় থাকার আলাদা একটা আনন্দ রয়েছে। ফাইনালে বাইখোড়া স্কুল এবং জুলাইবাড়ি দ্বাদশ শ্রেণী স্কুলের বিরুদ্ধে খেলা হবে। এটাও নিশ্চিত, তবে লীগে নিজেদের শেষ ম্যাচে বাইখোঁড়া দ্বাদশ শ্রেণী স্কুল দল আজ উত্তর তাওখমা স্কুল দলকে সাত উইকেটে হারিয়েছে। শান্তিরবাজার ক্রিকেটে এসোসিয়েশন আয়োজিত আন্তঃ স্কুল অনূর্ধ্ব ১৭ ক্রিকেট টুর্নামেন্ট এখন চূড়ান্ত পর্যায়ে। লীগ পর্যায়ে আর একটি নিয়ম রক্ষার ম্যাচ রয়েছে। সেটি আগামীকাল হবে জোলাইবাড়ি দ্বাদশ শ্রেণী স্কুল বনাম বৃন্তক শিক্ষা নিকেতনের বিরুদ্ধে। আজ, শুক্রবারের খেলায় বাইখোড়া স্কুল সাত উইকেটের ব্যবধানে উত্তর তাওখমা হাই স্কুলকে হারিয়েছে। খেলা ছিল বাইখোরা স্কুল গ্রাউন্ডে। সকাল সাড়ে দশটায় ম্যাচ শুরুতে টস জিতে উত্তর তাওখমা হাই স্কুল প্রথমে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়। বাইখোড়ার বোলারদের দাপটে উত্তর তাওখমার ব্যাটার্সরা দ্রুতলয়ে উইকেট ছেড়ে প্যাভেলিয়নে ফিরতে থাকে। ১৯.৩ ওভার খেলে সব কটি উইকেট হারিয়ে উত্তর তাওখমা ৬২ রান সংগ্রহ করে। দলের পক্ষে সাধণ কুমার নোয়াতিয়ার ১১ রান উল্লেখ করার মতো। বাইখোড়ার অনুরাগ দেবনাথ, দেবজিত সিংহ, দেবকুমার রিয়াং ও প্রসেনজিৎ দেবনাথ প্রত্যেকে দুটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে বাইখোরা দ্বাদশ শ্রেণি স্কুল দল ১০.২ ওভার খেলে ৩ উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। দলের পক্ষে সৈকত পালের ২১ রান দলকে এগিয়ে দেয়। বিজয়ী দলের দেবজিৎ সিংহ ম্যাচের সেরা খেলোয়াড়ের খেতাব পেয়েছে।
2022-07-01