Kakaraban:কাকড়াবনে খেজুর গাছে উদ্ধার অজগর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জুলাই৷৷  কাকড়াবন কিশোরগঞ্জ জলাশয়ের পাশে একটি খেজুর  গাছ থেকে উদ্ধার ১৫ কেজি ওজনের অজগর সাপ৷ বন দফতরের কর্মীরা সাপটিকে উদ্ধার করে নিয়ে গেছেন৷ ঘটনার বিবরণে জানা গেছে মাছ ধরতে গিয়ে এলাকার খেজুর গাছে অনেক বড় একটি অজগর সাপ দেখতে পায় এলাকার যুবক রবীন্দ্র সরকার৷  সাথে সাথেই এই ঘটনা ঘিরে এলাকার মানুষের মধ্যে অজগর সাপটিকে দেখার জন্যভিড় বাড়তে থাকে৷  এদিকে পরবর্তী সময় কাকাড়াবন বনদপ্তরের খবর দেওয়া হলে বনদপ্তরের কর্মীরা ছুটে আসেন৷   অজগর সাপটিকে বহু প্রচেষ্টার পর বনদপ্তরের কর্মীদের জালে ফেলতে সক্ষম হয়৷ বন কর্মীরা জানিয়েছেন সাপটির ওজন প্রায় ১৪ থেকে ১৫ কেজি হবে৷