নয়াদিল্লি, ৩০ জুন (হি.স.): দুর্যোগ ব্যবস্থাপনা হোক অথবা নিরাপত্তা, প্রতিবেশীদের প্রতি ভারত সর্বদা দায়িত্বশীল। বললেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। তিনি বলেছেন, ভারত মহাসাগরে সামুদ্রিক ঝুঁকি মোকাবিলা করার জন্য কলম্বো সিকিউরিটি কনক্লেভ যখন অনুষ্ঠিত হয়েছিল তখন আমরা দেশগুলির একত্রে এগিয়ে আসার উদাহরণ পেয়েছি।
বৃহস্পতিবার দিল্লিতে আয়োজিত মাল্টিএজেন্সি মেরিটাইম সিকিউরিটি গ্রুপের বৈঠকে যোগ দিয়েছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। তিনি এদিন বলেছেন, জাতীয় নিরাপত্তা আলোচনায় স্থল ও সামুদ্রিক সীমান্তের গুরুত্ব অনেক আলাদা। বেড়া দেওয়া সম্ভব নয়, দিনরাত সতর্কতা অবলম্বন করতে হবে, স্থল সীমানায় সার্বভৌমত্বের ধারণাটি আঞ্চলিক এবং সু-সংজ্ঞায়িত। এদিনের বৈঠকেই অজিত দোভাল বলেছেন, দুর্যোগ ব্যবস্থাপনা হোক অথবা নিরাপত্তা, প্রতিবেশীদের প্রতি ভারত দায়িত্বশীল।