Sanjay Raut: দ্বিতীয় সমনে সাড়া, ১ জুলাই ইডি-র দফতরে হাজিরা দেবেন সঞ্জয় রাউত

মুম্বই, ৩০ জুন (হি.স.): শুক্রবার, ১ জুলাই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র দফতরে হাজিরা দেবেন শিবসেনার রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত। বৃহস্পতিবার সঞ্জয় রাউত নিজেই তা জানিয়েছেন। পাত্র চউল জমি দুর্নীতি মামলায় শিবসেনার সাংসদ সঞ্জয় রাউতকে দ্বিতীয় সমন পাঠিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ১ জুলাই, শুক্রবার তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই মতো শুক্রবারই ইডি-র দফতরে হাজিরা দেবেন তিনি। সঞ্জয় রাউত এদিন জানিয়েছেন, “শুক্রবার ইডি-র অফিসে যাচ্ছি আমি।”

উল্লেখ্য, পাত্র চউল জমি দুর্নীতি ও অর্থ তছরুপ মামলায় গত ২৮ জুন, মঙ্গলবার সঞ্জয় রাউতকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু ওই তিনি ইডি-র দফতরে হাজিরা দেননি। পাঠিয়েছিলেন নিজের আইনজীবীকে। ইডি-র কাছে হাজিরা দেওয়ার জন্য সময় চেয়েছিলেন সঞ্জয় রাউত, সেই আর্জি মঞ্জুরও হয়। বর্ধিত সময় পান তিনি। এরপর তাঁকে দ্বিতীয় সমন পাঠায় ইডি, ১ জুলাই হাজিরার নির্দেশ দেওয়া হয়। সেই মতো শুক্রবারই ইডি-র দফতরে হাজিরা দেবেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *