জয়পুর, ৩০ জুন (হি.স.): উদয়পুরে নৃশংস হত্যাকাণ্ডের প্রেক্ষিতে রাজ্যবাসীর কাছে শান্তি বজায় রাখার আহ্বান জানালেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। রাজ্যবাসীকে তিনি আশ্বস্ত করে জানিয়েছেন, কোনও অপরাধীকেই রেহাই দেওয়া হবে না, সে যে কোনও ধর্ম অথবা সম্প্রদায়েরই হোক না কেন। এক বার্তায় রাজস্থানের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, উদয়পুরে এক ব্যক্তিকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, যা দুর্ভাগ্যজনক।
তিনি আরও জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার জন্য নিরন্তর কাজ করে চলেছে রাজ্য সরকার। পুলিশি তৎপরতায় প্রধান দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। রাজ্যবাসীকে আশ্বস্ত করতে চাই, কোনও অপরাধীকেই রেহাই দেওয়া হবে না, সে যে কোনও ধর্ম অথবা সম্প্রদায়েরই হোক না কেন। রাজ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। প্রসঙ্গত, কানহাইয়া লাল-কে হত্যা প্রেক্ষিতে এক মাসের জন্য উদয়পুরে ১৪৪ ধারা জারি রয়েছে।