মন্ত্রিত্ব নিয়ে বিজেপির সঙ্গে এখনও কথা হয়নি : একনাথ শিন্ডে

পানাজি, ৩০ জুন (হি. স.) : তৃতীয় বারের জন্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন দেবেন্দ্র ফড়নবিশ, উপ-মুখ্যমন্ত্রী হতে পারেন বিদ্রোহী শিবসেনা নেতা একনাথ শিন্ডে। মহারাষ্ট্র তথা জাতীয় রাজনীতিতে এই ধরনের জল্পনার মধ্যেই একনাথ শিন্ডে জানালেন, মন্ত্রক বন্টন এবং কতগুলি মন্ত্রিত্ব তা নিয়ে এখনও বিজেপির সঙ্গে কোনও আলোচনা হয়নি। একইসঙ্গে তিনি আহ্বান জানিয়েছেন, আলোচনা শীঘ্রই হবে, মন্ত্রিত্ব নিয়ে যে গুঞ্জন চলছে, তাতে যেন কান না দেওয়া হয়।

বৃহস্পতিবার সকালে টুইট করে একনাথ শিন্ডে জানিয়েছেন, মন্ত্রিত্ব বন্টন এবং কত মন্ত্রিত্ব তা নিয়ে বিজেপির সঙ্গে কোনও আলোচনা হয়নি। আলোচনা শীঘ্রই হবে। ততক্ষণ পর্যন্ত দয়া করে মন্ত্রীদের তালিকা সংক্রান্ত গুজব থেকে দূরে থাকুন। তিনি আরও জানিয়েছেন, বালাসাহেব ঠাকরের দৃষ্টিভঙ্গিতে হিন্দুত্বের দিকেই মনোনিবেশ করছে দল।
প্রসঙ্গত, বর্তমানে ৩৯ জন বিদ্রোহী শিবসেনা বিধায়কের পাশাপাশি অন্তত আট জন নির্দল এবং ওমপ্রকাশ বাবুরাও কাড়ু ওরফে বাচ্চুর নেতৃত্বাধীন প্রহার জনশক্তি পার্টির দুই বিধায়ক রয়েছেন শিন্ডে শিবিরে। শিন্ডে, বাচ্চু-সহ মোট ৮ জন মন্ত্রী রয়েছেন এই তালিকায়। তাঁদের প্রত্যেককেই ফের মন্ত্রী করা হতে পারে। এ ছাড়া বাড়তি দু’টি প্রতিমন্ত্রীর পদ পেতে পারেন শিন্ডে অনুগামীরা। অন্যদিকে বিজেপির রয়েছে ১০৬ জন বিধায়ক।

২০১৪-১৯ মহারাষ্ট্রে বিজেপি-শিবসেনা জোটের মুখ্যমন্ত্রী ছিলেন ফডণবীস। ২০১৯-এর বিধানসভা ভোটের পর শিবসেনার সঙ্গে জোট ভেঙে যাওয়ায় এনসিপি প্রধান শরদ পওয়ারের বিদ্রোহী ভাইপো অজিতের সমর্থন নিয়ে মুখ্যমন্ত্রী হয়েছিলেন ফডণবীস। অজিত হন উপমুখ্যমন্ত্রী। কিন্তু এনসিপি পরিষদীয় দলে ভাঙন ধরাতে ব্যর্থ হয়ে ৮০ ঘণ্টার মধ্যেই ইস্তফা দিতে হয়েছিল তাঁকে। আর বিদ্রোহে ইতি টেনে ফের শরদের শিবিরে ফিরেছিলেন অজিত। এ বার সম্ভবত সেই ইতিহাসের পুনরাবৃত্তি হবে না মহারাষ্ট্রে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *