ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ জুন।।করোনার ভয়াবহ পরিস্থিতির সময় আমাদের রাজ্যে যখন লক ডাউন চলছিল ঠিক সেই সময় প্রাক্তন খেলোয়াড়দের তরফে নিজ বাড়ীর মধ্যেই অনুচর্চা করে পুরষ্কার জিতার এক অভিনব উদ্যোগ নেওয়া হয়েছিল ” ফিটনেস দেখাও, পুরস্কার জিতো “। খেলোয়াড়দের মানসিক মনোবল যেনো হারিয়ে না ফেলে সেই লক্ষেই এই উদ্যোগ নেওয়া হয়েছিল এবং পুরু রাজ্যজুড়ে ব্যাপক সাড়া পড়েছিল খেলোয়ারদের মধ্যে এবং প্রাক্তন খেলোওয়াড়দের তরফে এই প্রয়াস জারি থাকবে বলে ঘোষণা দেওয়া হয়েছিল। বর্তমান পরিস্থিতিতে আবারও পুরো দেশ জুড়ে যখন করোনা মহামারীর প্রভাব দিন দিন বৃদ্ধি পাচ্ছে আবারও প্রাক্তন খেলোয়ারদের সম্মিলিত প্রয়াসে এই “ফিটনেস দেখাও, পুরস্কার জিতো” ভার্চুয়াল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। যার নির্দিষ্ট সময় সীমা ৯০ সেকেন্ড বা দেড় মিনিট। অনূর্ধ ১৮ বিভাগে বালক, বালিকা এবং উন্মুক্ত বিভাগে পুরুষ, মহিলারা প্রত্যেকে ব্যাক্তিগত ইভেন্টে বা যে-কোনও খেলার তাঁর নিজ নিজ শারীরিক সক্ষমতা বা ক্রীড়াশৈলীর “ভিডিও রেকর্ডিং” প্রাক্তন টেনিস তারকা অরূপ রতন সাহার কাছে আগামী ২০ জুলাইয়ের মধ্যে অবশ্যই পাঠাতে হবে। হোয়াটস অ্যাপ নম্বরে (৮১৩১০২৫০৯০)। প্রতিযোগিতায় অংশগ্রহণ কারী আনুর্ধ ১৮ বালক , বালিকা বিভাগে সেরা (৩ + ৩) ৬ জন এবং উন্মুক্ত বিভাগে পুরুষ, মহিলা সেরা (৩ +৩) ৬ জন ও তার পাশাপাশি আরও ১০ জনকে দেওয়া হবে বিশেষ পুরষ্কার। সর্বমোট ২২ জন প্রতিযোগীকে পুরষ্কৃত করা হবে এবং আমরা আশা করছি আগের বছরগুলোর ন্যায় এই বছরও আমাদের রাজ্যের প্রতিভাবান খেলোয়াড়রা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে এবং আগামীদিনে আমাদের রাজ্যের নাম আরও উজ্বল করবে। প্রাক্তন খেলোয়াড়দের পক্ষ থেকে অপু রায় এখবর জানিয়েছেন।
2022-06-29