আগরতলা, ২৯ জুন (হি. স.) : শ্লীলতাহানি মামলায় দিল্লিতে পুলিশি জেরার মুখোমুখি হয়েছেন ত্রিপুরার প্রাক্তন মন্ত্রী তথা আইপিএফটি বিধায়ক মেবার কুমার জমাতিয়া। তাঁকে নয়াদিল্লি কৌটিল্য মার্গ থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ত্রিপুরার জনৈক যুবতীর অভিযোগের ভিত্তিতে তাঁকে পুলিশ আটক করেছে। আজ সকালে নয়াদিল্লিস্থিত ত্রিপুরা ভবন থেকে তাঁকে পুলিশ আটক করে নিয়ে গেছে। সাথে অভিযোগকারিণীকেও থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
2022-06-29