ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ জুন।। জাতীয় দাবায় অংশ নিতে ত্রিপুরা তিন দাবারু আগামীকাল রওয়ানা হচ্ছে। তারা যাবে ওড়িশায়। সেখানকার ভুবনেশ্বরে কিট ও কিস্ ইউনিভার্সিটি ক্যাম্পাসে ১লা জুলাই থেকে শুরু হবে ৩২-তম জাতীয় অনূর্ধ্ব-১৭ ওপেন চেস্ টুর্নামেন্ট। ১১ রাউন্ডের প্রতিযোগিতা ৯ জুলাই পর্যন্ত চলবে। দ্বিতীয় ও চতুর্থ দিন সকাল-বিকেল দুই রাউন্ডের খেলা হবে। এছাড়া, প্রতিদিন থাকবে একটি করে রাউন্ডের খেলা। উল্লেখ্য, ত্রিপুরা রাজ্যভিত্তিক দাবা প্রতিযোগিতায় বাছাইকৃত তিনজন দাবাড়ু জাতীয় স্তরের এই প্রতিযোগিতায় অংশ নিতে আগামীকাল ওড়িশার উদ্দেশ্যে রওয়ানা হচ্ছে। বালিকা বিভাগের প্রতিযোগিতায় খেলবে ত্রিপুরার একমাত্র প্রতিনিধি অর্শিয়া দাস। অর্শিয়া সেখানে ২৮ নম্বর রেংকিং নিয়ে খেলা শুরু করবে। সারাদেশ থেকে এই প্রতিযোগিতায় ৫৩ জন বালিকা দাবাড়ু অংশ নেবে। ওপেন বিভাগে খেলবে ত্রিপুরার দুইজন দাবাড়ু, দিগন্ত রায় ও অনাবিল গোস্বামী। শুরুতে দিগন্ত ৩৫ নম্বর এবং অনাবিল ৩৮ নম্বরে রেংকিং-এ থেকে খেলা শুরু করবে। সারাদেশ থেকে এই আসরে ওপেন বিভাগে ৭০ জন দাবাড়ু অংশ নিচ্ছে। সামগ্রিক টুর্নামেন্টেই বেশ কয়েকজন ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল মাস্টার, ওয়ার্ল্ড ফিডে মাস্টার, ওয়ার্ল্ড ক্যান্ডিডেট মাস্টার এতে অংশ নেওয়ার কথা রয়েছে।
2022-06-29