চুরি করতে এসে হাতেনাতে ধরা পড়ল চোর

বিলোনিয়া, ২৮ জুন : চুরি করতে এসে হাতেনাতে ধরা পড়ল এক চোর। তাকে উত্তম মধ্যম  তুলে দেওয়া হয়েছে পুলিশের হাতে। মঙ্গলবার সাত সকালে ঘটনাটি ঘটেছে বিলোনিয়া সাতমুড়া বাজারের  মানিক লাল সাহার মুদির দোকানে। ২৬ হাজার ১০০ টাকা চুরি করতে গিয়ে দোকানের মালিকের হাতে ধরা পড়ে যান প্রসেনজিত দে নামে এক যুবক। অভিযুক্ত যুবকের বাড়ি বিলোনিয়া থানাধীন মিজিরখিল এলাকায়। 

ঘটনার বিবরণে দোকানের মালিক মানিক লাল সাহা জানিয়েছেন, আজ সকালে দোকান খোলা রেখে জল আনতে যান তিনি। তারপর সুযোগ বুঝে প্রসেনজিৎ দোকানে প্রবেশ করে কেশ বাক্সে রাখা ২৬ হাজার ১০০ টাকা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু, ওই সময় দোকানের মালিককে আসতে দেখে প্রসেনজিত হতভম্ব হয়ে দোকানের মধ্যে থাকা একটি বাক্সে টাকা লুকিয়ে রাখেন। দোকানের মালিক আসতেই  প্রসেনজিৎ জিনিস দিতে বলেন। তার ব্যবহারে সন্দেহ হয় দোকান মালিকের। কোন কিছু বুঝতে না দিয়ে ক্যাশ বাক্স খুলে চক্ষু চড়কগাছ হয়ে তাঁর।

তিনি দেখেন ক্যাশ বাক্সে টাকা নেই। সাথে সাথে নিজের ছেলেকে ডেকে এনে সিসি ক্যামেরা চেক করেন। তখনই সবকিছু সিসি ক্যামেরার ফুটেজে‌ বেরিয়ে আসে। এরপর প্রসেনজিৎ দেকে দোকানের সামনে একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখেন।  তার উপর চড়াও হন বাজারের অন্যান্য সদস্যরা। খবর দেওয়া হয় বিলোনিয়া থানাতে। ঘটনাস্থলে পুলিশ এসে ওই যুবককে থানায় নিয়ে যায়। পুলিশ একটি চুরির মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে।