মুম্বই, ২৮ জুন (হি.স.): পাত্র চউল জমি দুর্নীতি মামলায় মঙ্গলবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-র মুখোমুখি হলেন না শিবসেনা নেতা সঞ্জয় রাউত। আর্থিক তছরুপের মামলায় মঙ্গলবার সঞ্জয়কে তলব করেছিল ইডি। কিন্তু, এদিন তিনি ইডি-র দফতরে যাননি। পাঠিয়েছিলেন নিজের আইনজীবীকে। ইডি-র কাছে হাজিরা দেওয়ার জন্য সময় চেয়েছেন সঞ্জয় রাউত, সেই আর্জি মঞ্জুরও করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সঞ্জয় রাউতের আইনজীবী বিকাশ জানিয়েছেন, “আমরা ইডি-র কাছে রিপোর্ট করার জন্য কিছু সময় চেয়ে একটি আবেদন করেছিলাম এবং তা মঞ্জুর করা হয়েছে। আমরা ইডি-র সামনে নথি উপস্থাপনের জন্য ১৩-১৪ দিনের সময় চেয়েছিলাম।”
মহারাষ্ট্রে রাজনৈতিক সঙ্কটের মধ্যে শিবসেনা নেতা সঞ্জয় রাউতকে ইডি-র তলব নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। ইডির তলবকে ‘ষড়যন্ত্র’ বলে বর্ণনা করেছেন রাউত নিজেই। পাত্র চউল জমি দুর্নীতি ও অর্থ তছরুপ মামলার শিবসেনার সাংসদ সঞ্জয় রাউতকে সমন পাঠিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ২৮ জুন, মঙ্গলবার সঞ্জয় রাউতকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু এদিন তিনি ইডি-র দফতরে হাজিরা দেননি।

