পিত্রাকামি ফুটবলে রাজাবাড়ী বিধ্বস্ত, হাফ ডজন গোলে জয়ী তুলসীরাম

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ জুন।। তুলসীরাম পাড়ায় বিধ্বস্ত রাইয়াবাড়ি। পিত্রাকামি সুপার কাপ প্রাইজমানি ফুটবল প্রতিযোগিতায়। মঙ্গলবার তুলসীরামপাড়া হাফ ডজন গোল পরাজিত করে রাইয়াবাড়ি চলকে। খেলা হচ্ছে পিত্রা কামি স্কুল মাঠে। আসরের উদ্যোক্তা পিত্রা কামি ক্লাব। এদিন ম্যাচের শুরু থেকেই বিপক্ষের উপর ঝাঁপিয়ে পড়েন আগরতলার বিভিন্ন লিগে খেলা একঝঁাক প্রতিভাবান ফুটবলার। ভক্তসাধন জমাতিয়াতের ক্রমাগত আক্রমণে দিশেহারা হয়ে পড়ে রাইয়াবানির রক্ষণভাগের ফুটবলাররা। ম্যাচের প্রথমার্ধেই ৩ গোলে এগিয়ে যায় তুলসীরাম পাড়া। এরমধ্যে দুটি গোল করেন বিষ্ণু ভক্ত জমাতিয়া। অপর গোলটি করেন সিনচুলাং জমাতিয়া। দ্বিতীয়ার্ধে আক্রমণের গতি আরও বাড়ান তুলসীরাম পাড়ার ফুটবলার। ওই অর্ধে গোল হয় আরও তিনটি। গোল তিনটি করেন ভক্ত সাধন জমাতিয়া, নাইসা জমাতিয়া এবং জন জমাতিয়া। খেলা পরিচালনা করেন কৃষ্ণ উদয় জমাতিয়া।আজ তৈরুপা খেলবে মৈতুলনের বিরুদ্ধে। প্রসঙ্গত:‌ আসরের চ্যাম্পিয়ন এবং রানার্স দল সুদৃশ্য ট্রফি সহ প্রাইজমানি বাবদ পাবে যথাক্রমে ৫০ এবং ৩০ হাজার টাকা। এছাড়া থাকছে আকর্ষনীয় পুরস্কার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *