মুম্বইয়ের কুরলায় ৪-তলা বাড়ি ভেঙে মৃত্যু একজনের; আহত ১১ জন, খোঁজ নেই অনেকের

মুম্বই, ২৮ জুন (হি.স.): মুম্বইয়ের কুরলা এলাকায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একটি ৪-তলা বাড়ি। বহুতল ভেঙে ভগ্নাবশেষের নীচে চাপা পড়ে মৃত্যু হয়েছে ৩০ বছর বয়সী এক যুবকের। ধ্বংসাবশেষ থেকে উদ্ধার করা হয়েছে ৮ জনকে, এই ঘটনায় মোট ১১ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। সম্ভবত ২০-২৫ জন এখনও ধ্বংসাবশেষের নীচে চাপা পড়ে রয়েছেন। তাঁদের সন্ধানে চলছে উদ্ধারকাজ।

সোমবার মধ্যরাতের দিকে আচমকাই ভেঙে পড়ে কুরলার নায়েক নগর সোসাইটিতে অবস্থিত আবাসিক বহুতলটি। বিল্ডিং ভেঙে পড়ার খবর পাওয়া মাত্রই উদ্ধারকাজে হাত লাগায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, দমকল ও পুলিশ। বৃহন্মুম্বই পৌর নিগম জানিয়েছে, বহুতল ভেঙে একজনের মৃত্যু হয়েছে। ৮ জনকে ধ্বংসাবশেষ থেকে উদ্ধার করা হয়েছে। ২০-২৫ জন এখনও ভগ্নাবশেষের নীচে সম্ভবত চাপা পড়ে রয়েছেন। আহতদের ঘাটকোপার ও সিওনের হাসপাতালে ভর্তি করা হয়েছে।