নয়াদিল্লি, ২৮ জুন (হি.স.): নতুন প্রধান বিচারপতি পেল দিল্লি হাইকোর্ট। মঙ্গলবার দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি সতীশ চন্দ্র শর্মা। দিল্লির উপ-রাজ্যপাল বিনয় কুমার সাক্সেনাকে এদিন বিচারপতি সতীশ চন্দ্র শর্মাকে শপথবাক্য পাঠ করিয়েছেন। মঙ্গলবার সকালে দিল্লির রাজ নিবাসে আয়োজিত হয় শপথগ্রহণ অনুষ্ঠান।
সেখানেই বিচারপতি সতীশ চন্দ্র শর্মাকে দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথবাক্য পাঠ করিয়েছেন দিল্লির উপ-রাজ্যপাল বিনয় কুমার সাক্সেনা। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল-সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রসঙ্গত, বিচারপতি সতীশ চন্দ্র শর্মা এর আগে তেলেঙ্গানা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

