আম্মান, ২৮ জুন (হি.স.): ক্রেনের মাধ্যমে জাহাজে ক্লোরিন ভরা ট্যাঙ্ক তুলতে গিয়ে বড়সড় বিপত্তি। জর্ডনের আকাবা বন্দরে ট্যাঙ্ক ফেটে বিষাক্ত ক্লোরিন গ্যাস লিক করে মৃত্যু হল কমপক্ষে ১২ জনের। বিষাক্ত গ্যাস শরীরে গিয়ে অসুস্থ হয়েছেন প্রায় ২৫০ জন। জর্ডনের আকবা বন্দরে একটি জাহাজে ক্লো্রিন ভর্তি ট্যাঙ্ক লোড করা হচ্ছিল। সেই সময় ক্রেন ছিঁড়ে একটি ট্যাঙ্ক নীচে পড়ে যায়। মুহূর্তে তা ফেটে বিপুল পরিমাণে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে বন্দর চত্বরে। ক্রেনে যান্ত্রিক ত্রুটির কারণেই এই দুর্ঘটনা বলে জানা গিয়েছে।
ক্রেন থেকে একটি ট্যাঙ্ক নীচে পড়ার সঙ্গে সঙ্গেই বিস্ফোরণ হয়। আর তারপরেই হলুদ ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক। পাশাপাশি গ্যাস থেকে বাঁচতে বন্দর কর্মীদের ছোটাছুটি শুরু হয়ে যায়। অসুস্থ ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে কারও কারও অবস্থা সঙ্কটজনক। প্রতিরক্ষা দফতরের তরফে এলাকা রাসায়নিক মুক্ত করতে বিশেষ দল পাঠানো হয়েছে। ঘটনাস্থলের ১৫ কিলোমিটারের মধ্যে থাকা প্রত্যেক বাসিন্দাদের ঘরের দরজা-জানালা বন্ধ করে ঘরেই থাকতে পরামর্শ দিয়েছে প্রশাসন।

