BRAKING NEWS

তেলিয়ামুড়ায় পরিচারিকা ভাতা প্রদানে অনিয়মের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৭ জুন৷৷  বামফ্রন্ট সরকারের প্রশাসনিক ব্যবস্থা  পরিচারিকা ভাতা প্রদানের ক্ষেত্রে স্বজনপোষণ নীতি অবলম্বন করাতে বঞ্চিত প্রকৃত পরিচারিকা ভাতা থেকে একাংশ পরিচারিকারা৷ ঘটনা তেলিয়ামুড়া আর.ডি ব্লকের অধীনস্থ  ব্রহ্মছড়া গ্রাম পঞ্চায়েতে৷ জানা গেছে, বিগত বামফ্রন্ট সরকার যে সকল মহিলারা অন্যের বাড়িতে পরিচারিকার কাজ করতেন তাদের জন্য পরিচালিকা ভাতা প্রকল্প চালু করেছিল৷ আর সেই পরিচারিকা ভাতা প্রদানের ক্ষেত্রে প্রকৃত পরিচারিকাদের বাদ দিয়ে যারা অন্যের বাড়িতে কাজ করেন না একাংশ তাদের মধ্যে এই ভাতা প্রদান করার হয়েছে বলে অভিযোগ উঠে আসছে৷ এমনই এক ঘটনার অভিযোগ উঠে এলো তেলিয়ামুড়া আর.ডি ব্লকের অধীনস্থ ব্রহ্মছড়া গ্রাম পঞ্চায়েতের বঞ্চিত একাংশ পরিচারিকাদের মধ্য থেকে৷ 

জানা গেছে, বিগত বামফ্রন্ট সরকারের প্রশাসনিক ব্যাবস্থায় এই পঞ্চায়েতের ৪৭ জন মহিলাদের মধ্যে পরিচারিকা ভাতা প্রদান করা হয়৷ আর তাতে করে সেই সময় থেকে পাঁচশত টাকা করে সরকারিভাবে পরিচারিকা ভাতা পেয়ে আসছে৷ এদিকে পঞ্চায়েতের এক জনপ্রতিনিধি অভিযোগ করে জানান, এমন অনেকজন মহিলা পরিচারিকা ভাতা পাচ্ছে যারা অন্যের বাড়িতে কোনদিন কাজ করতে দেখেননি৷ তিনি নাম ধাম দিয়ে বলেন, শিখা রানী চৌধুরী স্বপ্ণা সরকার এবং রুমা সরকার তারা অর্থের দিকে স্বাবলম্বী এবং কারোর বাড়িতে পরিচারিকার  কাজ করেন না৷ তারপর দীর্ঘ বছরের পর বছর ধরে পরিচারিকা ভাতা হাতিয়ে নিচ্ছে৷ তিনি আরো অভিযোগ করে বলেন, কিছুদিন পূর্বে প্রকৃত পরিচারিকা ভাতা প্রদানের জন্য তেলিয়ামুড়া ব্লকে গ্রাম সভা করে তালিকা প্রদান করা হয়েছে প্রকৃত মহিলা পরিচারিকাদের জন্য ভাতা প্রদান এবং অযোগ্যদের পরিচারিকা ভাতা প্রদান তালিকা থেকে নাম কাটার জন্য৷ কিন্তু তারপরও ব্লক প্রশাসন সে বিষয়ে কোনো কর্ণপাত না দেওয়াতে ক্ষোব্দ একাংশ বঞ্চিত পরিচারিকারা৷ প্রকৃত গৃহ-পরিচারিকাদের পক্ষ থেকে দাবি উঠছে ভুঁয়া পরিচারিকা ভাতা যারা দিনের পর দিন পাচ্ছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুক ব্লক প্রশাসন এবং প্রকৃত পরিচারিকাদের চিহ্ণিত করে তাদের অতি দ্রুত গৃহপরিচারিকা ভাতা প্রদানের প্রকল্পের আওতায় নিয়ে আসা হোক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *