আগরতলা, ২৭ জুন : এবার বিদ্যুৎ নিগমের সরকারি আবাসে চোরের হানা পড়েছে। চুরি করে নিয়ে গেছে গ্যাসের সিলিন্ডার, নগদ ৫ হাজার টাকা, প্রয়োজনীয় আসবাবপত্রসহ একাধিক গুরুত্বপূর্ণ জিনিস।
ঘটনার বিবরণে জানা গেছে, বিদ্যুৎকর্মী বিশ্বজিৎ শীল ও তার পরিবারের সদস্যরা রবিবার বাড়িতে ছিলেন না। সেই সুযোগে সরকারি আবাসে হানা দেয় চোরের দল। তাঁর স্ত্রী দীপা শীল জানিয়েছেন, রবিবার তিনি তার চন্দ্রপুরস্থিত বাপের বাড়িতে ছিলেন। আজ সকালে তিনি যখন বাড়িতে আসেন তখন দেখতে পান দরজার মধ্যে বেশ কিছু দায়ের কোপ রয়েছে। ঘটনা প্রত্যক্ষ করে তিনি প্রতিবেশীদের ডেকে আনেন। ঘরের পেছনের দরজা ভেঙ্গে চোরেরা ঘরে প্রবেশ করে জিনিসপত্র লুটপাট করে গেছে।এদিকে সরকারি আবাসের বাইরেই মদ্যপানের সরঞ্জাম উদ্ধার হয়েছে। ধারণা করা হচ্ছে এলাকার নেশাগ্রস্ত যুবকরাই এই চুরি কান্ডের সঙ্গে যুক্ত।