T 20-অমরপুরে সিনিয়র টি-‌২০ ক্রিকেট শুরু মঙ্গলবার থেকে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ জুন।।উদ্বোধন আগামীকাল। উদ্বোধনী ম্যাচে গেলোবারের দুই ফাইনালিস্ট দল আর সি সি খেলবে গোমতি প্লে সেন্টারের বিরুদ্ধে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিয়র টি-‌২০ ক্রিকেটে। রাঙ্গামাটি স্কুল মাঠে হবে ম্যাচটি। এবছর আসরে অংশ নিয়েছে ৪ দল:‌ আর সি সি, গোমতি প্লে সেন্টার, বাই খাবাস্কা এবং বৈশ্যমণী স্পোর্টস সোসাইটি। গ্রুপের শীর্ষে থাকা দুটি দল ফাইনালে খেলার ছাড়পত্র অর্জন করবে। সোমবার মহকুমা ক্রিকেট সংস্থার সচিব উজ্জ্বল দত্ত ক্রীড়াসূচী ঘোষনা করেন। আসরের  সূচী ঘোষিত হলেও ফাইনাল ম্যাচের দিনক্ষণ ঘোষিত হয়নি।
ক্রীড়াসূচী
২৮ জুন:‌ আর সি সি —গোমতি পি সি,
৩০ জুন:‌ বাই খাবাস্কা— বৈশ্যমণি,
১ জুলাই:‌ আর সি সি— বৈশ্যমণি,
২ জুলাই:‌গোমতি ‌— বাই খাবাস্কা,
৩ জুলাই:‌গোমতি— বৈশ্যমণি,
৪ জুলাই:‌ আর সি সি— বাই খাবাস্কা।