Train Accident :সুভাষনগরে রেলে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুন৷৷  সোমবার সকালে শ্রীনগর থানা এলাকার সুভাষ কলোনিতে রেলে কাটা পড়ে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ মৃত ব্যক্তির নাম কিরণ রায়৷ রেলপথ পারাপারের সময় রেলে কাটা পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানা গেছে৷ 

স্থানীয় লোকজন রেল পথের পাশে মৃতদেহ পড়ে থাকতে দেখে পরিবারের লোকজনদের খবর দেন৷ খবর দেওয়া হয় শ্রীনগর থানার পুলিশকে৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জিবি হাসপাতাল মর্গে পাঠায়৷ রেলে কাটা পড়ে কিরণ রায় নামে এক ব্যক্তির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷ প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে অসতর্কতাবশত রেল লাইন পারাপার হওয়ার কারণেই এই ভয়ংকর ঘটনা ঘটেছে৷ পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনা তদন্ত শুরু করেছে৷