নয়াদিল্লি, ২৭ জুন ( হি. স.) : দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালত আর্থিক দুর্নীতির অভিযোগে দিল্লি সরকারের ধৃত মন্ত্রী সত্যেন্দ্র জৈনের বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ ১৪ দিন বাড়িয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সত্যেন্দ্র জৈনকে আদালতে পেশ করা হয়।
সোমবার সত্যেন্দ্র জৈনের বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ শেষ হয়েছে। সত্যেন্দ্র জৈনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সত্যেন্দ্র জৈনকে আদালতে পেশ করা হয়। গত ১৮ জুন আদালত সত্যেন্দ্র জৈনের জামিন আবেদন খারিজ করে দেয়। ১৩ জুন আদালত সত্যেন্দ্র জৈনকে ১৪ দিনের জন্য বিচার বিভাগীয় হেফাজতে পাঠায়।
প্রসঙ্গত, গত ৩০ মে সত্যেন্দ্র জৈনকে গ্রেফতার করা হয়। জৈনের উপস্থিতির সময় ইডি-র পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, নগদ টাকা দিল্লিতে দেওয়া হয়েছিল। এই নগদ হাওয়ালার মাধ্যমে কলকাতার এন্ট্রি অপারেটরদের কাছে পৌঁছেছে। এসব এন্ট্রি অপারেটররা শেয়ার কিনে কোম্পানিতে বিনিয়োগ করত। এগুলো ছিল ভুয়া কোম্পানি। এসব ভুয়া কোম্পানিতে বিনিয়োগ করে কালো টাকা সাদা করা হচ্ছিল।