Sports :স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের বার্ষিক সাধারণ সভা মঙ্গলবার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ জুন।। ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের বার্ষিক সাধারণ সভা আগামীকাল অনুষ্ঠিত হচ্ছে। বেলা সাড়ে এগারোটায় আগরতলা প্রেসক্লাবের কনফারেন্স হলে অনুষ্ঠিতব্য টি.এস.জে.সি-র বার্ষিক সাধারণ সভায় পৌরোহিত্য করবেন ক্লাবের সভাপতি সরযূ চক্রবর্তী। বার্ষিক সাধারণ সভায় আলোচ্য সূচী অনুযায়ী ক্লাবের সম্পাদক ও কোষাধ্যক্ষ যথাক্রমে বার্ষিক প্রতিবেদন ও আয়-ব্যয়ের হিসাব পেশ করা হলে, আলোচনার মাধ্যমে সেগুলো গ্রহণ করা হবে। বৈঠকের শেষ পর্যায়ে আগামী দুই বছরের জন্য ক্লাবের নতুন কার্যকরী কমিটিও গঠন করা হবে। ক্লাবের সকল সদস্যকে যথাসময়ে বার্ষিক সাধারণ সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। টিএসজেসি-র সম্পাদক সুপ্রভাত দেবনাথ এক বিবৃতিতে এ খবর জানিয়েছেন।